সরকারি জায়গায় স্থাপনা থাকলে সরকার উচ্ছেদ করতে পারে


প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬

সরকারি জায়গায় স্থাপনা থাকলে সরকার উচ্ছেদ করতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, সরকারি জায়গায় কোনো স্থাপনা থাকলে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সরকার তা সরিয়ে দিতে পারে। যদি কেউ এমনিতে না সরে সেক্ষেত্রে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারে সরকার।

মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈরের চৌয়ারীবাড়ি-ভেন্নাবাড়ি মতিলাল উচ্চ বিদ্যালয় এলাকার একটি সেতুর উদ্ধোধন শেষে নৌমন্ত্রী এ কথা বলেন।

এসময় গাইবান্ধার সাঁওতাল পল্লীতে পুলিশের দেয়া অগ্নিসংযোগের বিষয়ে তদন্ত চলছে, তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

গাইবান্ধার সাঁওতাল পল্লীতে পুলিশের দেয়া অগ্নিসংযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এরপর নৌমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে বিদ্যালয়ে নতুন ভবন করাসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার ও নির্বাহী প্রকৌশল অধিদফতরে নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের সভাপতি প্রতীক বারুরী প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।