বিজয়ের অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ১৬ ডিসেম্বর ২০১৬

পার্বত্য খাগড়াছড়ি স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলানোর সময় বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন, পুলিশ সদস্য শাহিনুর রহমান (৩২), মো. ইসমাইল (২৮), তুলসি রানী ঘোষ, পল্লব চৌধুরী (১২) ও বীরেন্দ্র ত্রিপুরা (৪৫)।

এ ঘটনায় বীরেন্দ্র ত্রিপুরার হাঁটুর নীচের অংশ ও পুলিশ সদস্য শাহীনুর রহমানের পায়ের গোড়ালির নীচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এসময় আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার পরপরই আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কংজরী চৌধুরী ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী প্রমুখ। এসময় তারা আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।