‘সাঁওতালদের বিষয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি’


প্রকাশিত: ১০:২৮ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্ষতিগ্রস্ত সাঁওতালদের বিষয়ে অবগত এবং উদ্বিগ্ন। সাঁওতালদের ওপর হামলার ঘটনায় যাতে সুষ্ঠু বিচার ও সমাধান হয় এ ব্যাপারে তিনি সবার সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি সাঁওতালদের দুঃখ-দুর্দশা লাঘবে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

শনিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতালপল্লীতে এক সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন তিনি।

সভা শেষে প্রধান বিচারপতির পক্ষে তিনি সাঁওতালপল্লীতে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্ত ১৭৮ জন পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও নিহত শ্যামল হেমব্রন এবং মঙ্গল মার্ডির পরিবারকে এক লাখ টাকা করে অনুদান প্রদান করেন। এছাড়া একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত ৩০০ সাঁওতাল নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।

gobindogongj

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেল জাহিদ হোসেন, গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার রেজানুর রহমান প্রমুখ।   

এর আগে সৈয়দ আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত সাঁওতালপল্লী পরিদর্শন করেন এবং সেখানে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া সাঁওতালদের জীবন-যাত্রার বিষয়ে খোঁজখবর নেন।

জিল্লুর রহমান পলাশ/এআরএ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।