আখেরি মোনাজাতে শেষ হলো মাদারীপুরের ইজতেমা


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাদারীপুরে জুট মিল মাঠে আয়োজিত ইজতেমা। শনিবার বেলা ১২টার পর পরই ইজতেমার মোনাজাত শুরু হয়।

হেদায়াতি বয়ান শেষে কাকরাইল মসজিদের মাওলানা আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিশ্বের সমস্ত মানুষের শান্তি কামনা করা হয়।

শনিবার ভোর থেকে মাদারীপুরের বিভিন্ন এলাকার মুসল্লিরা পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে যান। বেলা ১২টার আগেই ইজতেমা মাঠসহ আশপাশ এলাকা লাখো মুসল্লিতে ভরে যায়। পরে ২০ মিনিটের আখেরি মুনাজাতে অংশ নেয় গোটা মাদারীপুর জেলাসহ আশপাশ এলাকার সব শ্রেণি পেশার মানুষ।

প্রায় দুই লক্ষাধিক মুসল্লির ‘আমিন, আমিন ধ্বনিতে’ ইজতেমা ময়দান মুখরিত হয়ে উঠে। এ সময় আল্লাহর কাছে পানাহ চেয়ে মুসল্লিরা কাঁদতে থাকেন। মোনাজাতে মাদারীপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা এবং বেশ কয়েকটি দেশের জামায়াত অংশ নেয়।

এদিকে মোনাজাতে অংশ নেয়ার জন্য মাদারীপুর বণিক সমিতির পক্ষ থেকে ব্যবসা প্রতিষ্ঠান শনিবার সকাল ১০ থেকে বেলা ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়।

বিশ্ব ইজতেমার অংশ হিসেবে মাদারীপুর এ প্রথমবারের মতো জেলাভিত্তিক ইজতেমা পরিচালনা করেন। পুরো ইজতেমা মাঠে নিরাপত্তা চাদরে ঢাকা ছিল।

পুলিশ প্রশাসন এবং পুরো ইজতেমার ময়দানটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল। তিন দিনব্যাপী ইজতেমা ১৫ ডিসেম্বর শুরু হয়ে ১৭ ডিসেম্বর শনিবার দুপুর ১২টা আখেরি মোনাজাত মধ্যে দিয়ে শেষ হয়।

একেএম নাসিরুল হক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।