বাল্যবিয়ের আয়োজন করায় স্কুলছাত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় গলায় ফাঁস দিয়ে রিমা আক্তার(১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

রৌমারীর সীমান্তবর্তী যাদুরচর ইউনিয়নের উত্তর আলগারচর গ্রামে সোমবার এ ঘটনা ঘটে। মঙ্গলবার তার বিয়ে হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কৃষক কোরবান আলী তার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে রিমা আক্তারকে বিয়ের কথা জানালে সে পড়াশোনা শেষ না করে  বিয়ে করবে না বলে জানায়। এসময় সে তার বাবা-মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে বাবা কোরবান আলী তাকে চড়-থাপ্পড় মারে। পরদিন সোমবার রিমাকে তার বাবা জানান, বিয়ের সব ঠিকঠাক গেচে। চুপচাপ সে যেন বিয়েতে রাজি হয়ে যায়। এতে রিমা রাগে-অভিমানে শোয়ার ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।  

উপজেলার বকবান্ধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান জানান,   রিমা আক্তার এবারে ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষা দিয়েছে। রিমা  মেধাবী ছাত্রী ছিল। মঙ্গলবার রিমার বিয়ে হওয়ার কথা ছিল। বর পক্ষের সঙ্গে কথাবার্তাও  নাকি চূড়ান্ত হয়েছে। আর এজন্যেই ওর পরিবারের লোকজন জোর করে তাকে বিয়ে দিতে চেয়েছিল। বিয়েতে রাজি না হওয়ায় মারধর করা হয়েছে। এ কারণে রিমা আত্মহত্যা করেছে বলে শুনেছি।

তিনি আরও বলেন, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার কারণে শিক্ষার্থীরা স্কুলে কম আসে। আর এজন্যেই রিমার বিয়ের কথা জানতে পারিনি। আগে জানলে তার পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধের উদ্যোগ নেয়া যেতে।

মেয়ের আত্মহত্যার কথা স্বীকার করে বাবা কোরবান আলী বলেন, মেয়ে যে এমন অঘটন ঘটাবে আমি বুঝতে পারিনি। মেয়ের অমতে বিয়ে দিতে না চাইলে আজ আমার মেয়ে বেঁচে থাকতো।

যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলী জানান,  রিমা আক্তারের বাবা কুরবান আলী ক্ষুদ্র কৃষক। মা মনোয়ারা বেগম গৃহিণী। সংসারে চার বোন ও তিন ভাই। ভাইবোনদের সবারই বিয়ে হয়েছে। বাকি ছিল শুধু রিমা আক্তার।

রিমার আত্মহত্যার প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে দেয়ার কারণে মেয়েটি আত্মহত্যা করেনি। পড়াশোনার জন্য ওর বাবা-মা চাপ দেয়ায় মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়।

রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, যাদুরচরে একটি ছোট্ট মেয়ের আত্মহত্যার কথা শুনে ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থলে এসআই আবদুল লতিফকে পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।

নাজমুল হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।