নড়াইলে পুলিশের অভিযানে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২৬
নড়াইলে গত ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
নড়াইল জেলা পুলিশের কন্ট্রোলরুমের ডিউটিরত রাসেল আহম্মেদ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানায় ১১ জন, লোহাগড়া থানায় ৫ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানায় ৬ জন।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা মামলায় নড়াইল পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল মিরাজ জনি (২৭) এবং বিভিন্ন অভিযোগ ও মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসএইচএ/আরআইপি