ঠাকুরগাঁওয়ে ক্রীড়া সংস্থার আনন্দ মিছিল


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১০ মার্চ ২০১৫

এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠায় ঠাকুরগাঁওয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় মিছিলটি ঠাকুরগাঁও শহরের বড় মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মেহেদী হাসান, জেলা ক্রীড়া সংস্থার এডিসি মঞ্জুরুল আলম প্রধান, সহ-সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার কোচ মো. রাহাত ও ক্রিকেটপ্রেমী সাধারণ জনগণ।

এ সময় তারা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ও গায়ে লাল সবুজের পতাকা লাগিয়ে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।

মিছিলে শেষে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সবাইকে মিষ্টি খাওয়ানো হয়।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।