জয়পুরহাট প্রাথমিক বিদ্যালয়ের ৪০ বছর পূর্তিতে পুনর্মিলন


প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

জয়পুরহাটের ঐতিহ্যবাহী পশ্চিম জয়পুরহাট শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে সাবেক ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার রশিদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সাবেক ছাত্র বৃটিশ রয়েল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র রেজিস্ট্রার আবু কালাম, সাবেক ছাত্রী বেগম নিহার-ই-জান্নাতসহ স্কুলের সাবেক ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানে সাবেক ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ ছাড়াও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে বর্ণাঢ্য এক র্যালি শহর প্রদক্ষিণ করে।

রাশেদুজ্জামান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।