নাটোরে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার
নাটোরের লালপুরের একটি আবাদি জমি থেকে জালাল উদ্দিন নামে এক যুবকের ও সিংড়ার বাশের ব্রিজ নামক স্থান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জালাল উদ্দিন উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ও এলাকাবাসী জানান, উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে জালাল উদ্দিন গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
রোববার সকালে দক্ষিণ লালপুর গ্রামের একটি আবাদি জমিতে কৃষকরা কাজ করতে গেলে সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।
অপরদিকে একই দিন সকালে সিংড়া উপজেলার বাশের ব্রিজ নামক স্থান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুরিশ জানায়, অজ্ঞাত যুবতীর মরদেহ দেখতে পয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায়।
রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম