পুলিশের বিরুদ্ধে ভীতি প্রদর্শনের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে প্রতিপক্ষের ভোটারদের চাঁপাইনবাবগঞ্জ পুলিশ প্রশাসন হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল ওয়াহেদ।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
 
এ সময় তিনি বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে পুলিশ প্রশাসন তার সমর্থক ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। এতে তিনি আশঙ্কা করছেন ক্ষমতাসীন প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন ভোটকেন্দ্র দখল ও প্রকাশ্যে ভোটারদের সিল মেরে সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করা হবে। সেই সঙ্গে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া ১০, ১১, ১৩, ১৪, ১৫ এবং ১৯ নম্বর ওয়ার্ড কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। এ বিষয়ে তিনি জেলা রিটার্নিং অফিসারকে রোববার সকালে লিখিত অভিযোগ করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
 
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসন জানান, আব্দুল ওয়াহেদ কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে তিনি লিখিতভাবে জানিয়েছেন।

তবে এরকম কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তারপরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

মোহা. আব্দুলাহ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।