সাদুল্যাপুরে ভ্যানচালককে গলা কেটে হত্যা


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মিজানুর রহমান মিজান (২৫) নামে ব্যাটারিচালিত এক ভ্যান চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাদুল্যাপুর-ধাপেরহাট সড়কেরে ধাপেরহাট ইউনিয়নের বউবাজার এলাকায় রোববার  রাত ৮টার দিকে তাকে এ ঘটনা ঘটে।

গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিজানুর রহমান মিজানের বাড়ী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে। তিনি ওই গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, মিজানুর রহমান ৪-৫ জন যাত্রী নিয়ে পীরগঞ্জ থেকে ধাপেরহাট হয়ে বউ বাজারে পৌঁছে। এসময় যাত্রীবেশী দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মিজানুরকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশে ভ্যানে উঠে। এরপর তারা মিজানুরকে গলাকেটে হত্যা করে। দুর্বৃত্তদের সনাক্ত ও তাদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত পাঁচ মাসে ধাপেরহাট ইউনিয়নে শিশুসহ পাঁচজনকে গলা কেটে হত্যা ও হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। মূলত রংপুরের পীরগঞ্জ এলাকার দুর্বৃত্তরা ধাপেরহাট এলাকা এসে এসব হত্যার ঘটনা ঘটাচ্ছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এসব হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

জিল্লুর রহমান পলাশ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।