ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার


প্রকাশিত: ০১:০৯ পিএম, ১১ মার্চ ২০১৫

ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটলিয়ন ৩৬৭ বোতল ফেন্সিডিল ও ৯৩০টি ভারতীয় ইনজেকশন (টিউব) উদ্ধার করেছে।

বুধবার ভোররাতে সীমান্তের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ মাদক দ্রব্য উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার অন্তর্গত বেলডাংগী নামকস্থান থেকে ১৭৭ বোতল, বালিয়াডাংগী উপজেলার সড়াকান্দি স্থানে ১৯০ বোতল ফেন্সিডিল এবং ৯৩০টি ভারতীয় ইনজেকশন (টিউব) উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক তুষার বিন ইউসুফ জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মাদক চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকার মানুষকে তিনি সহযোগিতার আহ্বান জানান।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।