গাইবান্ধায় সংঘর্ষের ঘটনায় ১১ আসামি কারাগারে


প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬
প্রতীকী ছবি

গাইবান্ধা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১১ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতের বিচারক মো. মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন।

আসামিরা হলেন- শাহীন মিয়া, সোহেল রানা, রুবেল মিয়া, কানন, নাইম মিয়া, সোহেল হোসেন, সুজন মিয়া, সুমন মিয়া। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি।  

গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর (জিআরও) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭ আসামি তাদের আইনজীবীর মাধ্যমে আদালতে স্ব-শরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক শুনানি শেষে ১১ জনের জামিন নামঞ্জুর করেন। এসময় ছয় আসামির জামিন দেন বিচারক। জামিন নামঞ্জুর করা আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর দুপুরে গাইবান্ধা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভায় সদস্যদের কথা বলতে না দেয়ার জের ধরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিঠুসহ ৮ জন আহত হন। এছাড়া শহরের শ্যামলী কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২৩ জন নামীয় ও অজ্ঞাত ৪৩ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা হয়। মামলার পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

জিল্লুর রহমান পলাশ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।