৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাওরাকান্দিতে নৌযান চলাচল শুরু


প্রকাশিত: ০৬:২১ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

ঘন কুয়াশায় কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কুয়াশার প্রভাব কেটে গেলে এ রুটে ফেরি, লঞ্চ ও সি-বোট চলাচল শুরু হয়। এর আগে সোমবার রাত ৩টার দিকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ঘাট সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় পণ্য ও যাত্রীবাহী প্রায় দেড়শ যানবাহন নিয়ে আটকা পড়া ৮টি ফেরি নিজ গন্তব্যে যাত্রা শুরু করেছে। পারাপারের জন্য দুই পাড়ে অপেক্ষায়  রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় ৫০০ যানবাহন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, সোমবার রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়লে ঝুঁকি এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে কুয়াশা কেটে গেলে মঙ্গলবার বেলা ১১ টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।