র‌্যাব পরিচয়ে মাদারীপুরে ডাকাতি, আটক এক


প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬

র‌্যাব পরিচয়ে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুর বাজার এলাকার সুকুমার স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব পরিচয়ে পাঁচ ডাকাত ঠাকুর বাজার এলাকার সুকুমার স্বর্ণকারের বাড়িতে যায়। ডাকাতরা নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে।

ডাকাতদল সাদা রংয়ের মাইক্রোবাসের চড়ে পাঁচ্চর এলাকায় আসে। ঘরে প্রবেশ করে তারা নিজেদের র‌্যাব পরিচয় দেয়। ঘরের লোকদের বলে, আপনাদের জাল টাকা তৈরির মেশিন রয়েছে, আমরা আপনার ঘর তল্লাশি করবো। এ কথা বলে এক পর্যায়ে বাড়ির গৃহকর্তাকে ঘর থেকে টেনে বের করে বাহিরে নিয়ে যায়। এতে সন্দেহ হয়। বাড়ির লোকজন ওই ইউনিয়নের চেয়ারম্যানকে মোবাইলে ডেকে আনেন। তাৎক্ষণিক লোকজনের আনাগোনা দেখে ডাকাতরা তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। আড়িয়াল খাঁ নদীর ওপর হাজী শরিয়তউল্লাহ সেতুর টোল প্লাজার কাছে গেলে মাইক্রোবাসটি পুলিশ আটক করে। এ সময় গাড়ির মধ্যে থাকা পাঁচ ডাকাত পালিয়ে যায়। গাড়ির চালক সবুজ আলীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সবুজ আলী রাজশাহী জেলার চারঘাট উপজেলার ফতেপুর গ্রামের উজ্জ্বল আলী মন্ডলের ছেলে।

আটককৃত সবুজ আলী পুলিশকে জানায়, মাইক্রোবাসের মালিক নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের নজরুল ইসলাম।

একেএম নাসিরুল হক/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।