মেহেরপুরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী


প্রকাশিত: ০৯:২০ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ গোলাম রসুল (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত  হয়েছেন। তিনি ১০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মিয়াজান আলী (কাপপিরিচ) পেয়েছেন ৮৪ ভোট।

মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা পরিমল সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার তিন উপজেলার ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।