নাটোরে সদস্য পদে জয়ী যারা


প্রকাশিত: ১২:১০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬

নাটোরে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে জেলার ১১টি কেন্দ্রের ২২টি কক্ষে একযোগে এ ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে সাধারণ সদস্য পদে যারা বেসরকারিভাবে জয়লাভ করেছেন- ৪ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, ৫ নং ওয়ার্ডের রইস উদ্দিন রুবেল, ৬ নং ওয়ার্ডের শফিউল আযম স্বপন, (বিদ্রোহী ) ৭ নং ওয়ার্ডের আলি আকবর, ৮ নং ওয়ার্ডের লুৎফর রহমান হিরা (বিদ্রোহী) ৯ নং ওয়ার্ডের সরকার মেহেদী হাসান, ১০ নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ জোয়াদ্দার (বিদ্রোহী)।

এ ছাড়া ১১ নং ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিকি,(বিদ্রোহী) ১৩ নং ওয়ার্ডের হাসানুর রহমান বিপ্লব (বিদ্রোহী), ১৪ নং ওয়ার্ডের আব্দুল্লা হেল সাফি। অপরদিকে সংরক্ষিত নারী আসনের ৩ নং ওয়ার্ডের শেফালী আক্তার বিজলী ও ৪ নং ওয়ার্ডের মৌটুসি আক্তার বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

নাটোর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মহিলা সংক্ষিত ১নং ওয়ার্ডে অ্যাড, মানষী মৈত্র, ২ নং ওয়ার্ডে মোছা. আঞ্জুয়ারা পারভীন এবং ৫নং ওয়ার্ডে ফরিদা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে সালাউদ্দিন আল আজাদ ছানা ২নং ওয়ার্ডে রায়হান কবির টিটু, ৩নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন ১২নং ওয়ার্ডে বদিউর রহমান এবং ১৫ নং ওয়ার্ডে মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসারের অফিস সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলার মধ্যে সিংড়া উপজেলার সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৬ টি উপজেলার ৯টি সাধারণ ওয়ার্ডে এবং ২ টি সংরক্ষিত ওয়ার্ডে এ ভোটগ্রহণ হয়।

মোট ভোটার সংখ্যা ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ৪৪৮ জন এবং মহিলা ১৩৮ জন। ৯টি সাধারণ ওয়ার্ডে ৩১ জন প্রার্থী এবং ২ টি সংরক্ষিত ওয়ার্ডে ০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রেজাউল করিম রেজা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।