গাইবান্ধায় আতা বিজয়ী


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা (ঘোড়া) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুস সামাদ এ ফলাফল ঘোষণা করেন।

১৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিজয়ী আতাউর রহমান আতা পেয়েছেন ৩৮৮ ভোট। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের সৈয়দ শামস্-উল-আলম হিরু (তালগাছ)। তিনি পেয়েছেন ৩৭০ ভোট।

নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী, সদস্য পদে ৬৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন।

উল্লেখ্য, আতাউর রহমান আতা গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জেলা পরিষদের নির্বাচনে অংশ নিতে তিনি চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এছাড়া তিনি সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। গত দুই মাস আগে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করা হয়।  

জিল্লুর রহমান পলাশ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।