মাদারীপুরে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান
মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে তিনি পেয়েছেন ৭৭৩ ভোট, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী অ্যাড. সুজিত চ্যাটার্জি বাপ্পী অবস্থানে থেকে পেয়েছেন ৪২ ভোট এবং ডা. আব্দুল বারি পেয়েছেন ৩ ভোট।
সাধারণ সদস্য পদে ১৫টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৯টি পদে বিজয়ীরা হলেন, ইকবাল হোসেন, অ্যাড. জালালুর রহমান, অ্যাড. যতীন চন্দ্র সরকার, খান ফারুক, আব্দুল মান্নার লস্কর, মোহাম্মদ সামসুল আলম নান্নু, আব্দুল্লাহ আল মামুন, কামরুল হাসান মন্টু ও সৈয়দ আবুল বাসার।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫টি ওয়ার্ডের মধ্যে ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি দুটি পদে নির্বাচন হয়েছেন নুরজাহান পারুল ও আমেনা খাতুন বেবী।
জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন মিয়া জানান, মাদারীপুরে ৪ উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৯টি ইউনিয়নের ১৫টি কেন্দ্রের মোট ৩০টি বুথে ভোটগ্রহণ হয়েছে।
এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম