নাটোরে অর্থনৈতিক রিপোর্ট প্রকাশনা উৎসব


প্রকাশিত: ১০:১১ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

অর্থনৈতিক আদমশুমারি ২০১৩ এর আলোকে নাটোর জেলা রিপোর্ট প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে রিপোর্ট প্রকাশনা উৎসবের আয়োজন করে জেলা পরিসংখ্যান অফিস।

অনুষ্ঠানের শুরুতে বইয়ের মোড়ক উন্মোচন করেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। পরে জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালনক মো. ইদ্রিস আলী।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ুর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজাসহ অন্যন্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পরিসংখ্যান অধিদফতরের উপ-পরিচালক শহিদুল ইসলাম জেলার অর্থনৈতিক শুমারি ২০১৩-এর আলোকে নাটোর জেলার ৭টি উপজেলার অর্থনৈতিক চিত্র তুলে ধরে বলা হয় বাংলাদেশে অর্থনীতির ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে।

শহরের তুলনায় গ্রাম এলাকায় উন্নয়ন হয়েছে বেশি। অর্থনৈতিক শুমারি অনুযায়ী আর্থিক উন্নয়নে সক্ষমতা অর্জনে নারীরা আগের তুলনায় অনেক এগিয়েছে।

এ ছাড়া, সমীক্ষার আলোকে নারী ও পুরষের শতভাগ আর্থিক সক্ষমতা অর্জনে নানা বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, মেয়র, সাংবাদিকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।