জয়পুরহাটে স্কুলছাত্রীর ওপর হামলার ঘটনায় আটক ২


প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

জয়পুরহাটের কালাই উপজেলার বানদীঘি গ্রামের নিজ বাড়িতে স্কুলছাত্রী শামিমার ওপর বর্বরোচিত হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালাই উপজেলার বানদিঘী গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে মাহবুব হোসেন (৪০) ও একই গ্রামের ফেরাজ মিয়ার ছেলে এজাবুল হোসেন (২৭)।

বিকেলে আটকদের জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ ইকবাল বাহার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কালাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে আটকদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ, গত শুক্রবার গভীর রাতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী শামিমা নিজ শয়ন কক্ষে বখাটেদের হামলার শিকার হন। বর্তমানে শামিমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাশেদুজ্জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।