গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের সম্মেলন


প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতার বিজয় স্তম্ভে  এ সম্মেলনের উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অভিনু কিবরিয়া ইসলাম।

জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রনজিত রায়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি,এম জিলানী শুভ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক সভাপতি অ্যালমিনা মনি, কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানভীর আহমেদ রিয়াদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মশিউর বিশ্বাস, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান তপন দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানু সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা আন্দোলনসহ সকল রাজনৈতিক আন্দোলন তথা মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী সকল আন্দোলনের ইতিহাসের সঙ্গে মিশে থাকা ছাত্র ইউনিয়ন তার অতীত ইতিহাসকে ধারণ করে এগিয়ে চলছে।

বক্তারা আরও বলেন, দেশে যে অসম অবৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতি চলছে তার বিরুদ্ধে আগামী দিনে সকল ছাত্রকে ঐক্যবদ্ধ করে জ্ঞানভিত্তিক শিক্ষানীতির দাবিতে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে।

এর আগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের শিল্পীরা গণসংগীত পরিবেশন করে। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বিজয়স্তম্ভে এসে শেষ হয়।

বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়।

জিল্লুর রহমান পলাশ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।