বাসচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত
প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে বাসচাপায় হাসান আলী (২৯) নামে একমি ফার্মসিটিক্যালস লিমিটেডের স্থানীয় এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের বুড়বুড়ি মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী পাঁচবিবি উপজেলার নাকুরগাছি এলাকার হানিফ আলীর ছেলে।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে বুড়বুড়ি মাজার এলাকায় হাসান আলী একটি অটোরিকশা থেকে নেমে সড়কের পাশে যাচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসান আলীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসাপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এআরএ/এমএস