সিংড়ায় বাস উল্টে নিহত ৫
নাটোরের সিংড়া উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার চৌরাস্তার জোলারবাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে । তারা হলেন- নাটোর শহরের বঙ্গজ্জ্বল এলাকার লিখন হোসেনের স্ত্রী সুলতানা ও তাদের দুই সন্তান ঐশী ও সাকিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বগুড়া থেকে রাজশাহীগামী লিখন পরিবহনের একটি বাস নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোলাররবাতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হন। আহত হন আরও ১৫ জন। পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মণ্ডল বলেন, সকালে যাত্রীবাহী বাসটি বগুড়া থেকে নাটোরে যাওয়ার পথে জোলারবাতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
রেজাউল করিম রেজা/আরএআর