৯ ঘণ্টা পর পদ্মায় ফেরি চলাচল স্বাভাবিক


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ০২ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে দুই নৌ-রুটে ৯ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর সকাল পৌনে ১০টা থেকে আবার চলাচল শুরু করেছে।

জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়ায় রাত দেড়টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কতৃপক্ষ। এসময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙ্গর করে ৭টি ফেরি। পরে সকাল সোয়া ১০টার দিকে কুয়াশা কাটলে আবার ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সোমবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কাটতে থাকলে পদ্মায় নোঙ্গর করা ফেরিগুলো শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে এবং ঘাট থেকে ফেরি ছাড়া হয়।

এর আগে রোববার রাত সাড়ে ১১টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মাওয়ার ট্রাফিক ইনেসপেক্টর এস এম সিদ্দিকুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় পণ্য ও যাত্রীবাহী প্রায় ২ শতাধিক যানবাহন নিয়ে আটকা ছিলো ৮টি ফেরি।

সকাল পৌনে ১০টা থেকে কুয়াশা কাটলে ফেরি গুলো স্ব স্ব গন্তব্যে পৌঁছে যায়। ঘাটে প্রায় ৩ শতাধিক ছোট-বড় গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।