আহত আ.লীগ নেতার মৃত্যু : ২৫ বাড়িতে আগুন


প্রকাশিত: ০৯:২৩ এএম, ০২ জানুয়ারি ২০১৭

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে আহত সান্ধিকোণা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া (৪৫) মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি কেন্দুয়া উপজেলার চেংজানা গ্রামের বাসিন্দা।

Netrokona

এদিকে, দুলাল মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নিহতের লোকজন উপজেলার রায়জুরা গ্রামের প্রতিপক্ষ যুবলীগ নেতা আবু তাহের ও তার ভাইদেরসহ ১৫-২০টি বাড়িতে আগুন দেয়। আগুনে অন্তত ৫৫টি ঘর ও ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। দুই ঘণ্টাব্যাপী এই হামলা, লুটপাট ও আগুন দেয়ার ঘটনা চলে।

Netrokona

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মিজানুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

কামাল হোসাইন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।