মুন্সিগঞ্জে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০২ জানুয়ারি ২০১৭

মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের ‘ভান্ডারি ফিশিং নেট’ কারখানা থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে জরিমানা করা হয়।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে রামপাল এলাকার সিদ্দিক মিয়ার জালের ফ্যাক্টরি থেকে এসব জাল ও সরঞ্জাম আটক করেন ভ্রাম্যমাণ আদালত। মালিকের অনুপস্থিতিতে এ সময় ফ্যাক্টরির ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল বলেন, আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে এ অভিযান চালাই। কারেন্ট জাল নিয়ন্ত্রণে জেলা প্রশাসন তৎপর। জব্দ ও ধ্বংসকৃত সরঞ্জামের মূল্য লক্ষাধিক টাকার বেশি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, র‌্যাব-১১ এর ভাগ্যকূল ইনচার্জ এএসপি ইকবাল হোসেন, মৎস্য বিভাগের কর্মকর্তা খামার ব্যবস্থাপক শাহজাহান আনিসুর রহমান প্রমুখ।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।