ডিমলায় কলেজছাত্রের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ


প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

নীলফামারীর ডিমলায় এক কলেজছাত্রের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া গোডাউনের হাট গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে ডিমলা হাসপাতালে ভর্তি করে। পরে রাতে  সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ওই ছাত্রী সন্ধ্যায় পার্শ্ববর্তী আব্দুল জব্বারের বাড়িতে বেড়াতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় জব্বারের লম্পট ছেলে ডোমার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র সবুজ (২২) ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির আর্তচিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের কাছে নিয়ে যায়। তিনি দ্রুত হাসপাতালে ভর্তি করতে বলেন। ডিমলা হাসপাতালে ভর্তি করার পর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক অনুপ কুমার রায় শিশুটিকে রংপুর হাসপাতালে পাঠান।

 খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় দ্রুত পুলিশকে জানানো হয়েছে।

ডিমলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার অনুপ কুমার রায় জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে শিশু ও তার পরিবারের সঙ্গে কথা বলে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসা জন্য দ্রুত রংপুর হাসপাতালে হস্তান্তর করা হযেছে।

ডিমলা থানা পুলিশের এসআই সজল কুমার সরকার জাগো নিউজকে বলেন, শিশুটির পরিবার এখনও থানায় অভিযোগ দেয়নি কিন্তু পরিবারের লোকজনের ভাষ্যমতে লম্পট সবুজকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।

ডিমলা থানা পুলিশের অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাহাবুদ্দিন জাগো নিউজকে বলেন, শিশুটির পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা রংপুর হাসপাতালে শিশুর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনও অভিযোগ দেযনি।

জাহেদুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।