ডজন মামলার আসামি জামায়াত নেতা গ্রেফতার
রাজশাহীতে পুলিশের ওপর হামলাসহ প্রায় এক ডজন মামলার পলাতক আসামি জামায়াত নেতা রফিক সরদারকে গ্রেফতার করেছে নাটোর পুলিশ।
রোববার বিকেলে নাটোরের কাফুরিয়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিক সরদার কাফুরিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি।
নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সৈকত হাসান জানান, ২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় রাজশাহীতে কর্তব্যরত টিএসআই জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালানো হয়।
এ ঘটনায় রাজশাহীতে পুলিশ বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করে। সেই মামলাসহ নাটোর ও রাজশাহীসহ বিভিন্ন থানায় জামায়াত নেতা রফিক সরদারের বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে।
দীর্ঘদিন রফিক সরদার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে নাটোর সদর থানা পুলিশ কাফুরিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রেজাউল করিম রেজা/এএম/পিআর