শিমুলিয়া-কাঁঠালবাড়ি নতুন ফেরিঘাট চালু রোববার


প্রকাশিত: ০৯:২৪ এএম, ১২ জানুয়ারি ২০১৭

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নতুন ফেরিঘাট আগামী রোববার (১৫ জানুয়ারি) চালু হবে। আর এ পথটি চালু হলে দুই পাড়ের দূরত্ব প্রায় সাত কিলোমিটার কমে যাবে। ফলে সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কুমিল্লা নামে কে টাইপের ফেরি উদ্বোধনকালে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শীতকালে কুয়াশায় দুর্ভোগে পড়েন এই পথের যাত্রীরা। যাত্রীদের দুর্ভোগ কমাতে ইতোমধ্যে দুটি ফেরিতে রাডার স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে।

ফেরি কুমিল্লা উদ্বোধনের আগে এক সুধী সমাবেশে বক্তৃতায় শাজাহান খান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জ্ঞান রঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজীম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার প্রমুখ।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।