নাটোরে অস্ত্র-মাদকসহ ৪ সন্ত্রাসী আটক
নাটোরে অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুই সহযোগীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে শহরের কান্দিভিটুয়া মহলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, কান্দিভিটুয়া মহলার জামাল শেখ ড্রাইভারের ছেলে শীর্ষ সন্ত্রাসী জনি (৩০) ও তার আপন ভাই জীবন (২২), তাদের সহযোগী একই এলাকার শামিম হোসেনের ছেলে সুজন (২৩) ও মমতাজের ছেলে মঞ্জু (২৩)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি তরবারি, ২৫ পিচ ইয়াবা, ১৮ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
নাটোর র্যাবের কমান্ডার মেজর আশরাফ জানান, বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব অফিসের একদল সদস্য কান্দিভিটুয়া এলাকায় অভিযান চালায়। এসময় গাঁজা সেবনরত অবস্থায় জনি, জীবন, সুজন ও মঞ্জুকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। আটক জনির নামে ১৬টি, জীবনের নামে ১৫টি এবং মনজুর নামে একটি মামলা রয়েছে।
রেজাউল করিম রেজা/এআরএ/এমএস