জঙ্গিদের কাছে পুলিশ কখনোই মাথা নত করবে না


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১৩ জানুয়ারি ২০১৭

সন্ত্রাসী-জঙ্গিদের কাছে বাংলাদেশ পুলিশ কখনোই মাথা নত করবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রামে লাকার্তা ফাউন্ডেশনের গ্রাম দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি আরো বলেন, পুলিশের সঙ্গে সকলকে সম্পৃক্ত হতে হবে। তাহলে জঙ্গিবাদ নির্মূলসহ মাদক ও জুয়া বন্ধ হবে। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, জঙ্গিরা ছাত্র-ছাত্রীদের ব্রেনওয়াশ করে তাদের মাঝে জঙ্গি কর্মকাণ্ড ঢুকিয়ে দেয়। তাই অভিভাবকদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানদের মাঝে পরিবর্তন দেখলে শিক্ষক কিংবা পুলিশের সাহায্য নিতে হবে।

এসময় গেস্ট অফ অনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নূরুল আমিন বেপারী, প্রখ্যাত শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব শামসুর রহমান (শাহজাদা মিয়া), জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ, লাকার্তা ফাউন্ডেশনের সভাপতি মনজুরুল হক সিকদার ও সাধারণ সম্পাদক আসাদুর রহমান সিকদার উপস্থিত ছিলেন।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।