নাটোরে বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন ৩ জঙ্গি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

নাটোরে বিপুল পরিমাণ টাইম বোমা তৈরির সরঞ্জাম, চারটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ সন্দেহভাজন তিন জঙ্গিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Natore

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ফজলুর রহমানের বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, ৪ টি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ফজলুর রহমান নামে এক সন্দেহভাজনসহ তিন জঙ্গিকে আটক করা হয়েছে।

পুলিশের ধারণা, বিশ্ব ইজতেমাকে সামনে রেখে নাশকতার জন্যই তারা সংগঠিত হচ্ছিল।

Natore

এ বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন জানান,  হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেশব্যাপী জঙ্গিবিরোধী কার্যক্রম শুরু করে পুলিশ। তারই ধারাবাহিকতায় বগুড়ায় আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ চাঁদপুর এলাকায় অভিযান চালায়। এসময় আটক ফজলুর রহমানের বাড়ি থেকে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।