নীলফামারীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ১৭


প্রকাশিত: ০৭:১১ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

নীলফামারীতে অভিযান চালিয়ে এক জামায়াত নেতাসহ ১৭ জনকে  গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম (৪৫) ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের জামায়াতের আমির। তিনি ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানি ইউনিয়নের মৃত আছির উদ্দিনের ছেলে ও খালিশা চাপানি ফাজিল মাদরাসার সহকারী অধ্যক্ষ। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে খালিশা চাপানি ব্যাপারী টোলা ফাজিল মাদরাসার ভোট কেন্দ্র দখল ও লুটতারাজ মামলার আসামি। এছাড়াও

জেলার জলঢাকায় সাতজন, ডোমারে তিনজন, নীলফামারী সদরে তিনজন, সৈয়দপুরে দুইজন ও কিশোরগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।    
      
জাহেদুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।