জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে প্রযুক্তি নির্ভর ক্রীড়াঙ্গন সৃষ্টি করতে হবে। দেশের তরুণ প্রজন্মকে আধুনিকায়ন করতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই।

শুক্রবার রাতে নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সব মেধাবী সন্তান তার ন্যায্য স্বীকৃতি যাতে পায় সেজন্য সব ব্যবস্থা বর্তমান সরকার করছে। ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে।

নাটোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ ।

অপরদিকে, সকালে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা (এনএস) সরকারি কলেজে ফ্রি ওয়াইফাই সংযোগের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে যার জন্য শিক্ষার্থীদের ইন্টারনেটে প্রবেশাধিকার জরুরী। তাই বিনামূল্যে শিক্ষার্থীদের ওয়াইফাই ব্যবহারের সুযোগ দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশের সকল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা দেয়া হবে।

এন এস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, উপাধ্যক্ষ নুরকুতুব উল আলম, কলেজ ছাত্রলীগ সভাপতি এস এম শাহাদাত রাজীব প্রমুখ।
 
রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।