নাটোরে জেএমবি সদস্য ফজলু রিমান্ডে


প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ নাটোরের চাঁদপুর থেকে আটক জেএমবি সদস্য ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হাই রোববার বিকেলে ফজলুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিনের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকার নিজ বাসা থেকে জেএমবি সদস্য ফজলুর রহমানকে অস্ত্র-শস্ত্রসহ আটক করে বগুড়া ডিবি পুলিশ। পরে বগুড়া ডিবি পুলিশের এসআই জুলহাস উদ্দিন বাদী হয়ে ফজলুর রহমানসহ ছয় জেএমবি সদস্যের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেন।

এদিকে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খালিদ হোসেন জানান, ফজলুর রহমানের পরিবারের তাকে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র দাবি করলেও কলেজের খাতাপত্রে ওই নামের কোনো ছাত্র পাওয়া যায়নি। ফজলু নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ছাত্র নয়।

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার ফজলুর রহমানের স্ত্রী নুরুন নাহারকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে। ওইদিন ফজলুকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডে নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।