যশোরের মা-মেয়েকে ভারতের পতিতালয়ে বিক্রি


প্রকাশিত: ০১:১১ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মা ও মেয়ে পাচারের পর ভারতের একটি যৌনপল্লীতে বিক্রির অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রোববার যশোর কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন যশোর সদরের তফসীডাঙ্গা এলাকার আইয়ুব আলী।

মামলার আসামিরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে যশোর সদরের তফসীডাঙ্গা গ্রামের তোতা গাজীর ভাড়াটিয়া আসাদ হাওলাদার ও মৌসুমী বিবি।

মামলায় তিনি অভিযোগ করেন, আসামিরা তার স্ত্রী ও মেয়েকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিয়েছেন।  

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামিরা তাদের প্রতিবেশী। প্রায় সময় তারা তার স্ত্রী ও মেয়েকে ভালো চাকরির প্রলোভন দেখাতেন।

তাদের বলা হয়, ভারতে নিয়ে তাদের চাকরি দেয়া হবে। তারা ভালো থাকবে। এই প্রলোভনে পড়ে তারা রাজি হয়ে যায়। ২০১৫ সালের ১৪ আগস্ট আসামিরা তার স্ত্রী ও মেয়েকে ভারতে নিয়ে যান। এরপর কৌশলে তাদের ভারতে নিয়ে একটি যৌনপল্লীতে বিক্রি করে দেন তারা।

গতকাল শনিবার (১৪ জানুয়ারি) সকালে তার স্ত্রী ভারত থেকে জামাইয়ের মোবাইল নম্বরে ফোন করে জানায়, আসামিরা তাদের অনেক দিন আগে ভারতের একটি যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছে। তাদের দিয়ে জোর করে খারাপ কাজ করতে বাধ্য করা হচ্ছে। মোবাইল ফোনে কথার সময় তারা কান্নাকাটি করে।

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের ডিউটি অফিসার এসআই জিয়ারত হোসেন জানান, মা ও মেয়ে পাচারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। রোববার সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।