ভোলায় নিউমোনিয়ার ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু


প্রকাশিত: ০২:১৮ পিএম, ২১ মার্চ ২০১৫

দীর্ঘ প্রতীক্ষার পর নিয়মিত কর্মসূচীতে অর্ন্তভূক্ত হচ্ছে নিউমোনিয়া টিকা। ভোলায় শনিবার থেকে এক বছরের কম বয়সি ৫৫ হাজার শিশুকে পোলিও ও নিউমোনিয়ার টিকা দেয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে। এই প্রথম সরকারিভাবে এ উদ্যোগ নেয়া হয়।

সকালে ভোলা সদর হাসপাতাল, পৌরসভা, বোরহানউদ্দিন ও দৌলতখানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ ফরিদ আহমেদ ও স্ব স্ব উপেজলার স্বাস্থ্য কর্মকর্তারা। যে সব শিশুর বয়স ১৪ সপ্তাহ হয়েছে কেবল ওই শিশুরাই নিউমোনিয়া টিকার প্রথম ডোজ পাচ্ছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক  ডাঃ আব্দুল ওহাব হাওলাদার বলেন, ভোলা অঞ্চলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতি বছর ১০/১৫ জন শিশু মারা যায়। এ মৃত্যু ঝুঁকি হ্রাস করতে নিউমোনিয়া টিকা দেয়ার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য বিভাগ ও সরকার।

ক্যাম্পেইনের আগে জেলা ও উপজেলা পর্যায়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ভোলা সদরে ক্যাম্পেনইন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।