চাঁনগাঁওকে বাল্যবিয়ে মুক্ত এলাকা ঘোষণা


প্রকাশিত: ০৭:০৭ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাঁও ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলায় এই প্রথম সামাজিক রীতিনীতি পরিবর্তন বিষয়ক সভায় এ ঘোষণা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খুরশীদ শাহরিয়র এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা আল ফয়সল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসি বেগম, মদন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, চাঁনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, মদন উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আলআমিন তালুকদার, আলচান্দগাও হাঁসকুড়ি মৈধাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গাজি ফেরদৌস, নিকাহ রেজিস্টার আবু বকর সিদ্দিক, ইউনিসেফ প্রতিনিধি মো. আলমগীর, স্বাবলম্বী প্রতিনিধি রকিবুল হাসানসহ স্কুল কলেজের শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ উপস্থিত সবাইকে বাল্যবিবাহ মুক্ত রাখার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়।

কামাল হোসাইন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।