মানিকছড়িতে অস্ত্রসহ ৪ উপজাতি যুবক আটক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সাপমারা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ চার উপজাতি যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে অস্ত্র হাতে চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাদেরকে হাতে-নাতে আটক করে মানিকছড়ি থানা পুলিশে সোপর্দ করে।
আটকরা হলেন, মানিকছড়ির রোয়াজাপাড়ার লক্ষীকুমার ত্রিপুরার ছেলে বিরেন কুমার ত্রিপুরা (৩০) ও বড়ডলু এলাকার বাইখা চন্দ্র ত্রিপুরার ছেলে চিত্তরঞ্চন ত্রিপুরা(৩৫)। আটকদের মধ্যে অপর দুই জনের নাম ও পরিচয় জানা যায়নি।
মানিকছড়ি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয় জনতা একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলিসহ চাঁদাবাজদের মানিকছড়ি থানায় নিয়ে আসে। পুলিশ আহতদের মধ্যে দুইজনকে মানিকছড়ি হাসপাতাল ভর্তি করে।
অস্ত্র ও গুলিসহ চার উপজাতি যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাকিব জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি