নাটোরে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও ওষুধ জব্দ


প্রকাশিত: ০৬:৩২ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

নাটোরে একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন বিদেশি কোম্পানির নামে প্যাকেটজাত প্রায় ৫০ লাখ টাকার নকল প্রসাধনী ও ওষুধ জব্দ করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতভর গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদপুর এলাকার শহিদুল ইসলামের কারখানায় অভিযান চালায় র‌্যাব-৫ এর সদস্যরা।

এসময় নকল মালামাল জব্দ ও কারখানার মালিক শহিদুল ইসলামকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

র‌্যাব-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ল-অফিসার সারোয়ার আলম এই জরিমানার আদেশ দেন।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।