নেত্রকোনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৮:০৩ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

নেত্রকোনার মোহনগঞ্জে কায়েশ চৌধুরী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সাইফুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৬ জানুয়ারি মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামে মৃত শামছুল হক চৌধুরীর ছেলে কায়েশ চৌধুরী (৩৫) সকালে মাঠে জমি দেখতে গেলে একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে হাবীবুর রহমান খসরু ও তার ভাই কামরুজ্জামান এবং মৃত ছাইদুর রহমানের ছেলে গোলাম ফারুক তানভীর জমিসংক্রান্ত বিরোধে কায়েশ চৌধুরীকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওই বছরের ৮ ফেব্রুয়ারি নিহতের ভাই মানিক চৌধুরী বাদী হয়ে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ একই বছরের ৩১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

আদালত ২৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার আসামিদের দোষী সাব্যস্থ্য করে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন। মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।

মামলাটির রাষ্টপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি মোহাম্মদ সাইফুর রহমান এবং আসামি পক্ষে ছিলেন পীযুষ কুমার সাহা, সামছুদ্দিন ইলিয়াস ও অ্যাডভোকেট রাসেল আহম্মদ খান।

কামাল হোসাইন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।