খাগড়াছড়িতে আ.লীগ নেতার ওপর হামলা


প্রকাশিত: ১০:৩২ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে শহরের নারিকেল বাগান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আওয়ামী লীগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে জেলা পরিষদে যাওয়ার পথে নারিকেল বাগান এলাকায় প্রতিপক্ষের লোকজন নির্মলেন্দু চৌধুরীর মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর করে। এক পর্যায়ে তিনি আত্মরক্ষার জন্য পার্শ্ববর্তী একটি ঘরে আশ্রয় নিলে সেখান থেকে ধরে এনে তাকে আবারও মারধর করা হয়।

আহত নির্মলেন্দু চৌধুরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নয়নময় ত্রিপুরা বলেন, তার নাক দিয়েও রক্তপাত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা এ ঘটনায় দলের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম এবং তার ছোট ভাই খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমকে দায়ী করেছেন।

এদিকে, এ হামলার ঘটনায় অভিযুক্ত খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে তার কিছু জানা নেই।

ঘটনার পরপরই প্রতিপক্ষের হামলায় আহত নির্মলেন্দু চৌধুরীকে দেখতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে যান জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন। আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম এবং জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

অপরদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা জাহেদুল আলম ও রফিকুল আলমকে গ্রেফতারের দাবি জানান।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান মোহাম্মদ তারেক বলেন, এ হামলার ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এ ব্যাপারে তার কিছু জানা নেই। আহত ব্যক্তির পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।