বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ
বরিশাল সদর উপজেলা চরকাউয়া বাস মালিক সমিতির কমিটি গঠন ও বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ শ্রমিক আহত হয়েছেন। এ সময় ৮টি রুটে সাড়ে ৪ ঘন্টা বাস চলাচল বন্ধ থাকে।
রোববার দুপুর তিনটার দিকে এই ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হচ্ছেন, আরিফ হোসেন এবং মো. সাগর ।
বরিশাল-চরকাউয়া বাস মালিক সমিতির সদস্যরা জানান, প্রয়াত এমপি শওকত হোসেন হিরনের আমলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে সভাপতি এবং নুরুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
শনিবার ওই কমিটি ভেঙ্গে হিরনের পত্মী সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজের গঠিত আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। সেখানে আহবায়ক করা হয় উপজেলা ছাত্রলীগের আহবায়ক নুরুল ইসলামকে এবং সদস্য সচিব হচ্ছেন এইচএম জাহিদ।
এই দু’গ্রুপ বাসস্ট্যান্ডের দখল নেয়ার জন্য তাদের স্ব-স্ব গ্রুপের লোকজন নিয়ে সেখানো অবস্থান নেন।
এর মধ্যে আহবায়ক কমিটির পক্ষে অবস্থান নেন মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ান এবং পূর্বের কমিটির পক্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও তাদের নেতাকর্মীরা।
বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে দু’পক্ষ সমঝোতা বৈঠকে বসে। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে ২ জন আহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস চালকরা জানান, দুপুর সাড়ে ১২টা থেকে ৫টা পর্যন্ত চরকাউয়া থেকে ৮টি রুটে বাস চলাচল বন্ধ ছিল।
চরকাউয়া বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং শনিবার গঠন করা আহবায়ক কমিটির আহবায়ক নূরুল ইসলাম মোল্লা জানান, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ তাকে আহবায়ক ও জাহিদ হোসেনকে সদস্য সচিব করে কমিটি গঠনের নির্দেশ দেন। সে অনুযায়ী পূর্বের কমিটি ভেঙ্গে গত শনিবার আহবায়ক কমিটি গঠন করা হয়।
এর জেরে আজ দুপুরে তারা সমিতির কার্যালয়ে গেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেরনিয়াবাত সাদিক আব্দুল্লার লোকজনের বাঁধার মুখে পড়েন। এ সময় আহবায়ক কমিটির সদস্য সচিবের সাথে শ্রমিকদেরও বাকবিতণ্ডতা থেকে এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে দুই শ্রমিক আহত হন।
মেট্রোপলিটন বন্দর থানার (সাহেবের হাট ) অফিসার ইন চার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, বাসমালিক সমিতির কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আমি পুলিশ নিয়ে উপস্থিত হই। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকদের বাস চালাতে বলা হয়েছে।
ওসি আরো জানান, সৃষ্ট ঘটনা নিরসনে আগামিকাল উভয় পক্ষ বসে সমাধান করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
এমজেড/এমএস