ঝিনাইদহে বোমা বিস্ফোরণে বৃদ্ধা আহত


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৩ মার্চ ২০১৫

জেলার কালীগঞ্জে পরিত্যাক্ত বোমার বিস্ফোরণে পরি বেগম (৫৫) নামের এক বৃদ্ধ মারাত্মকভাবে আহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে শহরের থানা রোডের শাহিনের ধানের আড়তের পিছনে এ ঘটনা ঘটে।  আহত বৃদ্ধাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে আড়পাড়া (নদীপাড়া) গ্রামের  মৃত চান আলী মিয়ার স্ত্রী।

পরি বেগম সকালে শাহিনের ধানের আড়তে পিছনে কাগজ কুড়াচ্ছিলেন। এ সময় পরিত্যাক্ত অবস্থায় একটি জর্দার কোটা দেখতে পেয়ে সে কাঁচি দিয়ে কোটা টি আঘাত করে। বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে।এ সময় বোমার আঘাতে বৃদ্ধ মাটিতে পড়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানার উপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমায় বিস্ফোরণে  তার মাথা ও কপালে রক্তাক্ত জখম হয়েছে।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।