নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২২ জানুয়ারি ২০১৭

নেত্রকোনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল আমীন তালুকদার প্রমুখ।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান কুমার রায় জেলার উন্নয়নে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

কামাল হোসাইন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।