চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের ১৪ বছরের কারাদণ্ড


প্রকাশিত: ১০:০৪ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির এক সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান সোমবার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য জেলার শিবগঞ্জ উপজেলার শামটোলা গ্রামের আফতাব উদ্দীনের ছেলে আব্দুর রাকিব ওরফে সুমন (২৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৬ জুন দিবাগত রাত দেড়টার দিকে কানসাট বাজারের একটি স্টিলের দোকানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ সুমনকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। পরদিন ১৭ জুন এসআই মিজানুর রহমান বাদী হয়ে সুমনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
২০০৯ সালের ৮ জুলাই সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা ।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।