ঠাকুরগাঁওয়ে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা
"যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে, করবো সুস্থ্য চিকিৎসা করে" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, টিবি কনসালটেন্ট ডা: আবু মো: খায়রুল কবির, টিএলএমআইবি এর প্রতিনিধি ডা: দ্বিজেন্দ্রনাথ রায়, ব্রাক এর প্রতিনিধি রতন কুমার রায় প্রমূখ।
এমজেড/আরআইপি