নেত্রকোনা আইনজীবী সমিতির সভাপতি সিতাংশু সম্পাদক মুকুল


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য ১৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান পেয়েছেন ১২৬ ভোট।

সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শফিউল হাসান মঞ্জু পেয়েছেন ১১৫ ভোট।

জেলা ও দায়রা জজ আদালত ভবনে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচন চলে। এতে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শফিউল হক তাং ১৭৯  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পেয়েছেন ৯৮ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মুজিবুর রহমান ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম ১৮৭, এখলাছুর রহমান খান ১৬৮, শামীম আহম্মেদ ১৬১, মুজিবুর রহমান (পূর্ব) ১৫৭ ও মোশারফ হোসেন তমাল ১৫৩।

তাছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট আবুল মুনসুর, খেলাধুলা সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম ও অডিটর অ্যাডভোকেট আব্দুর রাশিদ (বারহাট্টা)। প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম ভূঁইয়া জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কামাল হোসাইন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।