খাগড়াছড়িতে ডাকা সড়ক অবরোধ স্থগিত


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭

খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার থেকে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে।

অবরোধ আহ্বানের কয়েক ঘণ্টা যেতে না যেতেই মঙ্গলবার রাত ৮টার দিকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নে অনুষ্ঠিত এক সম্মেলনে এই অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরের দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ অবরোধের ডাক দেয়।

সংবাদ সম্মেলনে সাবেক জেলা কমান্ডার মো. মফিজুর রহমান, খাগড়াছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মো. আব্দুর রহমান, ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন।

হামলাকারীদের গ্রেফতারে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এবং জনস্বার্থ বিবেচনা করে এ অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানান খাগড়াছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মো. আব্দুর রহমান।

গত ২১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছিল সংগঠন দুইটি।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে আদালত সড়ক এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই মো. রইছ উদ্দিনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।